এই ওয়েব পেজটি কেন?
বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান। কিন্তু এর মধ্যে অনেক বিভাজন তৈরি হয়ে গিয়েছে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি এবং এক দল আরেক দলকে দোষারোপ করছি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের আলেম সমাজ ও এর থেকে বাদ যায় নি। একজন বলছে এটা ঠিক, আরেকজন বলছে ওটা ঠিক। এই পরিস্থিতিতে আমরা যারা সাধারন মানুষ তারা পড়ে গিয়েছি গোলক ধাঁধায়। সাধারন ভাবে ইসলামিক নিয়ম কানুনের ব্যাপারে আমরা আলেম সমাজের কথা বিশ্বাস করব। কিন্তু তারাই যখন দ্বিধাবিভক্ত, আমরা সাধারণ মানুষ কোথায় যাব?
(ইতিমধ্যে অনেকেই ভুল যায়গায় চলে গিয়েছি)।
এই ওয়েব পেজটির মাধ্যমে আমরা সাঠিক পথের সন্ধান পেতে চাই। এক্ষেত্রে আমাদের আলেম সমাজের ভুমিকা থাকতে হবে সব চেয়ে বেশি। তাই আমাদের আলেম সমাজের প্রতি অনুরোধ, আপনারা সবাই এখানে একটি একাউন্ট তৈরি করুন এবং যে কোন প্রশ্নের বিপরীতে যার যার প্রমাণ পেশ করুন এবং সত্য উৎঘাটনে সহযোগিতা করুন। এখানে সবাই যে কোন তথ্য ছবি ও ভিডিও সহ লিখিত আকারে জমা দিতে পারবেন।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, Youtube এ কিছু কিছু ভিডিওতে দেখা যায়, একজন আরেকজনের ভুল ধরে তাকে বিভিন্ন ভাবে ছোট করা বা হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে। যা মোটেও কাম্য নয়। আমি সবাইকে অনুরোধ করব এই কাজটি কেউ করবেন না। মানুষ মাত্রই ভুল করে এবং করতে পারে, কারণ সবার জ্ঞান বুদ্ধি একরকম নয়। তাই আমাদের উদ্দেশ্য কেউ ভুল করলে তার ভুলগুলো ধরিয়ে দেয়া, যাতে সে সংশোধন করে নিতে পারে এবং আমরা সঠিক তথ্যটি জানতে পারি। এটা কোন বিশেষ দলের পেজ নয়। তাই কোরআন ও সহীহ হাদিসের দলিল সহ যে কেউ এখানে তথ্য জমা দিতে পারবেন। তথ্যটি কে উপস্থাপন করল এটা বিষয়ই নয়। বরং দলিল ঠিক আছে কিনা সেটা হল মূল বিবেচ্য বিষয়। ইসলাম প্রচারের কাজে সহযোগিতার জন্য সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
উত্তর দেয়ার নীতিমালা
১) উত্তর হতে হবে সংক্ষিপ্ত।
২) এতে কোন গল্প-কাহিনী থাকবেনা।
৩) তথ্যের উৎস অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন - আল কোরআন। এভাবে কোরআনের কোন রেফারেন্স দেয়া যাবে না। বরং আল কোরআনের কোন সুরার কত নম্বর আয়াত সেটি উল্লেখ করে দিতে হবে।
৪) ভিডিওর ক্ষেত্রে নিজস্ব ভিডিও এডিট (Edit) করে প্রশ্নের সাথে সামন্জস্যপূর্ণ শুধু মাত্র প্রয়োজনীয় অংশটুকু দিতে হবে।
৫) বাংলা লেখার জন্য বিজয় ইন্স্টল করে ইউনিকোড সিলেক্ট করতে হবে।
৬) আরবি প্রথমে এম এস ওয়ার্ড (MS Word) এ লিথতে হবে। তারপর সেখান থেকে কপি (Copy) করে এখানে পেস্ট (Paste) করতে হবে।
৭) প্রশ্ন করার সময় লেখার যায়গায় যদি কার্সর (cursor) না আসে, তাহলে টেক্সট (Text) ট্যাব সিলেক্ট করতে হবে।
সবগুলো উত্তর দেখুন
প্রশ্ন ও উত্তর দেখার জন্য উপরের মেনুতে "Questions”ট্যাব এ ক্লিক করুন। প্রত্যেকটি প্রশ্নের একাধিক উত্তর থাকতে পারে। সবগুলো উত্তর দেখার জন্য উত্তরের নিচে “View All Answers" এ ক্লিক করুন।
শুদ্ধভাবে আল কোরআন পড়া শিখুন
আল কোরআন সঠিকভাবে পড়া শিখার জন্য উপরের মেনু থেকে “Learn to read Al Quran properly" হয়ে প্রথমে মাখরাজ, তারপর কোরআন শিখার সহজ উপায় (পর্ব ১-৪০)- যারা একেবারেই জানেন না তাদের জন্য এই পর্বগুলো। তারপর তাজবীদ ও সিফাত এর নিয়ম (পর্ব ১-১১৪)- এই পর্বগুলো খুব সুন্দর এবং সহজভাবে সাজানো হয়েছে। এই ১১৪ টি পর্ব ভালভাবে প্র্যাকটিস করলেই কোরআন মজীদ শুদ্ধভাবে পড়া যাবে ইনশাআল্লাহ।
তাজবীদ ও সিফাত এর নিয়ম শিখার জন্য এখানে ক্লিক করুন (পর্ব ১-১১৪)।
যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না…
December 3, 2023