প্রশ্নের মধ্যে আছে এরকম একটি শব্দ (word) বাংলায় লিখে Search বাটনে ক্লিক করুন। ঐ শব্দটি দিয়ে যত প্রশ্ন আছে সব চলে আসবে। তারপর Answers লিখা বাটনে ক্লিক করুন। তাহলে ঐ প্রশ্নের সবগুলো উত্তর চলে আসবে।
যদি গুরুত্বপূর্ণ শব্দটি সরাসরি প্রশ্নে না থাকে এবং উত্তরের টাইটেলে থাকে তাহলে Advanced Search Form এ ক্লিক করুন। তাহলে Advanced Search Page আসবে। এখানে “Hit enter to search” লেখা ঘরে ঐ word টি লিখুন এবং “Hit enter to search” এর ডান পাশের Drop down button থেকে “Answers” Select করে Enter চাপুন। তাহলে ঐ word related সবগুলো উত্তর চলে আসবে।
বাংলায় লিখার জন্য:
১) বিজয়: Taskbar এর বিজয় আইকনে “Right Click” করুন এবং “Unicode” সিলেক্ট করুন।
অথবা
২) “Avro Keyboard” ব্যাবহার করুন।
Leave a comment